ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারী দিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।
আজ বুধবার দুপুরে মাদারীপুরের রাজৈরে আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ হুঁশিয়ারী দেন তিনি।
শাহাদাত হোসেন চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এ জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন তাই করবে।
তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন পরিস্থিতি কখনই হতে দেয়া হবে না। বর্তমান কমিশন যে সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম তার প্রমাণ হল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন।
দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে ও নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, আর এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এ সময় ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৭/এনায়েত করিম