প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে কেবলমাত্র দেয়ার ও না পাওয়ার চরম ব্যর্থ সফর বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বুধবার বিকেলে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন, তিনি (প্রধানমন্ত্রী) কতোগুলো আশ্বাস দিয়ে খালি হাতে ফিরে এসেছেন। আমাদের সুন্দরবন ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একটি কথাও বলেননি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি ও ২০ দলীয় জোটের নেতারা।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/মাহবুব