গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেছে কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। বুধবার রাত ৮টার পরে কারাগারের ভেতরে যান তিনি। সেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা ‘মুফতি’ আব্দুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল আলম বিপুলের ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রস্তুতি তিনি খতিয়ে দেখবেন বলে জানা গেছে।
এর আগে, সেখানে বিকেল থেকেই আছেন ঢাকা জেলার কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) তৌহিদুল ইসলাম। রয়েছেন কারা অধিদফতর ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এছাড়া সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে কারাগারের ভেতরে ঢোকানো হয় সাদা রঙের দু’টি অ্যাম্বুলেন্স।
এদিকে, ফাঁস কার্যকরকে কেন্দ্র করে বুধবার দুপুর থেকেই কারাগার ও আশপাশের এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার রয়েছে।
সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিনেতা মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল এবং দেলওয়ার ওরফে রিপনের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি। এদের মধ্যে রিপন সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী। বাকি দু'জনকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডম সেলে রাখা হয়েছে। ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়া এই তিন আসামির ফাঁসি আজ রাতেই কার্যকর হতে পারে বলে কারা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/মাহবুব