সিলেট কেন্দ্রীয় কারাগারের কনডম সেলে বন্দি হুজি নেতা দেলোয়ার হোসেন রিপনের ফাঁসির লিভার টানবেন জল্লাদ মো. ফারুক। বুধবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
হত্যা, অস্ত্র ও ডাকাতি মামলায় আদালত থেকে ৮৫ বছর দণ্ডপ্রাপ্ত ফারুক ২৮ বছর ধরে কারাভোগ করছেন। ছগির মিয়া জানান, রেয়াতিসহ তার সাজার মেয়াদ হয়েছে ৩২ বছর। একটি ফাঁসি কার্যকর করলে ৬০ দিন সাজা মওকুফ হয়। সিলেট কারাগারে এর আগে আরও ৪/৫টি ফাঁসি কার্যকর করেছেন তিনি।
তিনি আরও বলেন, সিলেট কারাগারেই প্রায় ৫ বছর হলো জল্লাদের দায়িত্ব পালন করে আসছেন ফারুক। রাতে জঙ্গি রিপনকে ফাঁসিতে ঝুলানোর সময় তার সহযোগী হিসেবে থাকছেন চার জল্লাদ। পাশাপাশি নতুন আরও ৬ জনকে যুক্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/মাহবুব