সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা ও তিনজন নিহত হওয়ার মামলায় হুজি নেতা দেলওয়ার ওরফে রিপনকে তওবা পড়ানো হয়েছে। বুধবার রাতে সিলেটের আবু তুরাব জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা বেলাল উদ্দিন এই তওবা পড়িয়েছেন।
তওবা পড়িয়ে কারাগার থেকে বেরিয়ে মুফতি বেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, তওবা পড়ানোর সময় রিপনকে চাঙ্গা থাকতে দেখা গেছে। মনে হয়েছে, সে খুবই শক্ত মনোভাবের মানুষ।
এর আগে, বুধবার রাত পৌনে ৯টায় সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রবেম করেন মাওলানা বেলাল উদ্দিন। তার সাথে ডিআইজি প্রিজন একেএম ফজলুল হক ছিলেন। পরে রাত ৯টা ২২ মিনিটে কারাগার থেকে বেরিয়ে আসেন মাওলানা বেলাল উদ্দিন।
এদিকে, রাত ৯টা ১৭ মিনিটে কারাগারের ভেতর ঢুকেছেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াত মো. শাহেদুল ইসলাম। রাত সাড়ে ৯টার দিকে রিপনের স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে ঢুকেছেন স্বাস্থ্য অধিদফতরের সহকারি পরিচালক অমল রতন সাহা।
এর আগে রিপনের সাথে তার স্বজনদের শেষ সাক্ষাৎ সম্পন্ন হয়। বুধবার রাত ৮ টা ২৫ মিনিটে স্বজনরা রিপনের সাথে দেখা করে কারাফটক দিয়ে বের হয়ে যান। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রিপনের পরিবারের ২৫ সদস্য সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছিলেন।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/মাহবুব