আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান ও তার দুই সহযোগীর ফাঁসির মঞ্চে মহড়া সম্পন্ন হয়েছে। একই সঙ্গে গাজীপুরের কাশিমপুর কারাগার এবং সিলেট কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিন জঙ্গির মধ্যে মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুল আছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। আর সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন দেলোয়ার হোসেন রিপন।
এ ব্যাপারে দুই কারাগারের কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যে জল্লাদ বাছাই করে ফাঁসির মঞ্চে মহড়া সম্পন্ন হয়েছে। আসামিদের স্বাস্থ্য পরীক্ষাসহ যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এখন কেবল সরকারের চূড়ান্ত সংকেতের অপেক্ষা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন