গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসির রায় কার্যকরের পর জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলের মরদেহ চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বকশি পাটওয়ারী বাড়িতে নেওয়া হচ্ছে। বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টা ৩২ মিনিটে তার মরদেহবাহী গাড়ি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনটি গাড়ি চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়।
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বুধবার রাত ১০টার দিকে তার ফাঁসি কার্যকর হয়।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হন।
বিডি প্রতিদিন/এ মজুমদার