বাংলা নববর্ষ উপলক্ষে দেশে ও দেশের বাইরে থাকা সব বাঙালিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
আজ বৃহস্পতিবার প্রকাশিত বার্তায় রওশন এরশাদ বলেন, দেশের সকল মানুষ হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে সোনার বাংলা গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। বাঙালির নববর্ষ এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব। পহেলা বৈশাখ বাঙালির জন্য সার্বজনীন সাংস্কৃতিক আনন্দ-উৎসব। ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলা ভূ-খণ্ডের সব মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যা কিছু জীর্ণ-পুরানো, অশুভ ও অসুন্দর তা পিছিয়ে ফেলে নতুনের কেতন উড়িয়ে শুরু হবে আরও একটি নতুন বছর ১৪২৪ বঙ্গাব্দ।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৭/ফারজানা