পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে করা মামলায় ১৫২ জনের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর যেকোনো দিন রায় দেবেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার ৩৭০তম দিনের শুনানি শেষে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন মো. আবু জাফর সিদ্দিকী ও মো. নজরুল ইসলাম তালুকদার।
২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় দরবার হলে বিডিআরের কিছু বিপদগামী জওয়ান সেনা কর্মকর্তাদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৭/ফারজানা