ময়মনসিংহ বিভাগের সদর, শেরপুর, নেত্রকোনা, জামালপুরের ন্যায় ভালুকাবাসীর সাথেও কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ভিডিও কনফারেন্সে বিভাগবাসীর সাথে কথা বলা শুরু করেন প্রধানমন্ত্রী। প্রথমে ময়মনসিংহ সদরের সার্কিট হাউজ মাঠে জেলা প্রশাসকসহ ইমাম, স্কুল ছাত্র ও শিক্ষকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। পরে ভালুকা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভালুকাবাসীর সাথে কথা বলেন তিনি।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ২৮ লক্ষ মানুষ প্রধানমন্ত্রীকে শুনেছেন। ভালুকার ৯৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মূল ভেনু ভালুকা ডিগ্রী কলেজ মাঠে ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ ও ১০০টির উপরে শিক্ষা প্রতিষ্ঠান স্ব-উদ্যোগে প্রধানমন্ত্রীকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনেছেন।
ভিডিও কনফারেন্সে স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. এম. আমান উল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তুফা, পৌর মেয়র মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ও তরুণ আ’লীগ নেতা রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, উপজেলা নির্বাহী অফিসার মোরারর্জী দেশাই বর্মণ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল জাকির, ওসি মামুন-অর রশিদ সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরারর্জী দেশাই বর্মণ জানান, প্রোগ্রাম সফল করার জন্য উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রী, ভালুকা প্রেক্লাবের সাংবাদিক, সুশীল সমাজ, প্রশাসন, পেশাজীবী সংগঠন ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ