ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে প্রায় ২৫ কিমি. এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাক বিকল হয়ে রবিবার গভীর রাত থেকে এ যানজট শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও মির্জাপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে বিকল হওয়া ট্রাকটি উদ্ধারের জন্য কাজ করছে।
তীব্র গরমের মধ্যে যানজটে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সবচেয়ে বেশি সমস্যায় শিশু, বৃদ্ধ ও নারীরা। টয়লেট সংকটে নাজেহাল অবস্থা সবারই। আশপাশের দোকানগুলোর খাবারও শেষ হয়ে গেছে।
গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, রবিবার দিবাগত রাতে মহাসড়কের কদিমধল্যা নামক স্থানে মালবাহী একটি ট্রাক বিকল হয়ে যায়। সেখান থেকেই যানজটের সূত্রপাত। ক্রমশঃ সড়কে গাড়ির সারি দীর্ঘ হচ্ছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, বিকল হওয়া ট্রাকটি উদ্ধারের জন্য কাজ চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ