স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে সরকার প্রতি ৫০ জন ব্যক্তির জন্য একটি ‘ওয়াটার পয়েন্ট’ শীর্ষক জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছে।
আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মিসেস আমিনা আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে প্রত্যন্ত এলাকায় প্রতিবছর গভীর-অগভীর নলকূপ স্থাপন এবং উপকূলীয় লবণাক্ত এলাকায় পুকুর খনন প্রকল্প নিয়েছে।
আমিনা আহমেদের মূল প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুপেয় পানি ও কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানির উপর অধিকহারে নির্ভরশীলতার কারণে ইতোমধ্যে ভূ-গর্ভস্থ পানির স্তর ৩ মিটার থেকে ১০ মিটার পর্যন্ত নিচে নেমে গেছে।
তিনি বলেন, শুষ্ক মৌসুমে নলক‚পে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যায় না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার ৩৭৫ কোটি টাকা ব্যয়ে ‘পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর, দীঘি, জলাশয়সমূহ পুনঃখনন,সংস্কার’ শীর্ষক এক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ প্রকল্পের আওতায় সারাদেশে ৮০৯টি পুকুর পুনঃখনন করা হবে। এছাড়া পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় জেলা পরিষদের ১৪৩টি পুকুর পুনঃখনন করা হবে।
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৭/এনায়েত করিম