বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই।’
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালানোর একদিন পর রবিবার বিকালে নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইটে খালেদা জিয়া এ কথা বলেন।
এর আগে, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এরই প্রতিবাদের আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি ও তার বেশ কিছু সহযোগী সংগঠন।
বিষয়টি নিয়ে রবিবার ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ।
এদিকে, তল্লাশির ঘটনায় রবিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন খালেদা জিয়া।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব