বিএনপি নেতা মওদুদ আহমেদের গুলশান-২ নম্বরে এক বিঘা ১৩ কাঠা জমির ওপর নির্মিত বাড়িতে উচ্ছেদ অভিযান চলছে। বুধবার ওই বাড়িতে উচ্ছেদ অভিযান শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গত চার দশক ধরে ওই বাড়িতে বসবাস করে আসছিলেন মওদুদ আহমদ।
এর আগে বাড়ি ছাড়ার রায়ের বিরুদ্ধে মওদুদ আহমেদের রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। যদিও ওই সময় বাড়িটি না ছেড়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এ বিএনপি নেতা।
মামলার নথিপত্রে দেখা যায়, প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের এই বাড়িটি অস্ট্রিয়ার এক নাগরিকের কাছ থেকে নামজারি করে নেন মওদুদ আহমদের ভাই মনজুর আহমদ। এরপর থেকে ওই বাড়িতে বসবাস করে আসছেন তিনি।
এ মামলার শুরুতে মওদুদ আহমদের পক্ষে রায় দিয়েছিলেন আদালত। পরে জাল নামজারি সংক্রান্ত প্রমাণপত্র অ্যাটর্নি জেনারেলের অফিস আদালতে দাখিল করলে নড়েচড়ে বসেন সর্বোচ্চ আদালত। গত বছরের আগস্টে নামজারি বাতিলের আদেশ দেন আপিল বিভাগ। এ রায়ের রিভিউ চান মওদুদ আহমদ। রোববার রিভিউ আবেদনটিও খারিজ হয়ে যায়। ফলে গুলশানের বাড়িতে উচ্ছেদ অভিযানে নামল রাজউক।
তবে বাড়ি হারিয়ে আদালত থেকে বেরিয়ে বিএনপির এই নেতা সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি বাড়ি ছাড়বেন না। ঘোষণা দেন আইনি লড়াইয়ের।
গুলশানের বিশাল আয়তনের এই বাড়িটির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক এহসান এবং তার স্ত্রী অস্ট্রিয়ার নাগরিক ইনজে মারিয়া প্লাজ।স্বাধীনতা যুদ্ধের আগে তারা দেশ ত্যাগ করেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছেন, বর্তমানে তাদের একজন অংশীদার রয়েছেন।
বিডি প্রতিদিন/ ৭জুন, ২০১৭/ ই জাহান