দায়িত্বে থাকা ২৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দিয়ে একই পদে নতুন ২৭ জন আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।
আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সলিসিটর রঞ্জন কুমার সাহার স্বাক্ষরে সোমবার দুটি আলাদা প্রজ্ঞাপনে অব্যাহতি ও নিয়োগের এই আদেশ দেওয়া হয়।
এছাড়া অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে ৪৬ জন ডেপুটি ও দুইজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষে উচ্চ আদালতে মামলা পরিচালনা করেন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের হিসাবরক্ষক মো. ফরিদ উদ্দিন জানান, এতদিন সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন ৯৪ জন।
তাদের মধ্যে ২৩ জনকে বাদ দিয়ে নতুন ২৭ জনকে নিয়োগ দেওয়ায় এখন সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল ৯৮ জনে।
সূত্র : বিডিনিউজ