মহাসড়কে এখন যানজট নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাস্তা ইউজেবল অ্যান্ড পাসেবল।
বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে মহাসড়কের বর্তমান পরিস্থিতি নিয়ে একথা জানান তিনি।
অতিরিক্ত ভাড়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলে আমরা সঙ্গেই ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ওই বাসের কাউন্টারও বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।
এসময় বাস মালিকদের দাবির প্রেক্ষিতে গাবতলীতে একটি ইউলুপ নির্মাণের বিষয়ে সেখান থেকেই স্থানীয় সরকার বিভাগের সচিবের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
বিডি-প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৭/মাহবুব