আজ থেকে ঈদের ছুটিতেও মহাসড়কে এলপিজি গ্যাস বহনকারী গাড়ী চলবে বলে জানিয়েছেন পুলিশের আইজি একেএম শহিদুল হক।
আজ বাংলাদেশ প্রতিদিন অনলাইনকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে।
জানাগেছে, ঈদকে ঘিরে দেশের বিভিন্ন মহাসড়কে এলপিজি গ্যাস বহনকারী গাড়ী চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। আর এই সংকটের কারণ নির্ধারিত সময়ে এলপিজি গ্যাস বহনকারী গাড়ি না পৌঁঁছানো। বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছেন পুলিশের আইজিপি। তাই ঈদের ছুটিতে মহাসড়কগুলোতে এলপিজি গ্যাস বহনকারী গাড়ি চলাচলের নির্দেশে দিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন