মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে রাষ্ট্রপতি আবদুল হামিদসহ দেশের গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা অংশ নিয়েছেন।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঈদের নামাজ আদায়ের জন্য সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে জাতীয় ঈদগাহে। সব বয়সীরা লোকজন পাঞ্জাবি-পাজামা-টুপি পরে দলে দলে এসেছেন এখানে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার আগে মুসল্লিরা কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। দীর্ঘ লাইন ধরে তারা একে একে জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন। এ সময় স্থান না হওয়ায় ঈদুল আজহার দুই রাকাত নামাজ আদায় করতে মুসল্লিরা রাস্তায়ও দাঁড়িয়ে যান। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহম্মদ মিজানুর রহমান এই ঈদ জামাতে ইমামতি করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার