প্রচণ্ড চাপের মুখে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে গেছেন বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির এক জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের আইনজীবী সমিতি মনে করে তিনি (প্রধান বিচারপতি) যাতে এক মাসের জন্য ছুটিতে চলে যান, এজন্য তাঁরওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছে।
জয়নুল আবেদীন আরও বলেন, আপনারা জানেন, জাতি জানে, সারা পৃথিবীর মানুষ জানে যে একটি জাজমেন্টের পর তাঁকে একটি রাজনৈতিক দল, সরকার বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছিল। আমরা মনে করি, সেই চাপের অংশ হিসেবে গতকাল তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, তিনি ছুটিতে যাননি। এবং তাঁকে বাধ্য করা হয়েছে। সে জন্য আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রকৃত রহস্য জানার এবং জাতির কাছে প্রকাশ করার জন্য আমাদের প্রচেষ্টা আইনজীবী সমিতির পক্ষ থেকে অব্যাহত থাকবে।
এদিকে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়াকে কেন্দ্র করে সকাল থেকে বিএনপির সমর্থক আইনজীবীরা বিক্ষোভ করেছেন। এসময় অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, শরীফ ইউ আহমেদসহ শতাধিক আইনজীবীকে বিক্ষোভ মিছিলে দেখা যায়।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৭/মাহবুব