দেশের ৪৯২তম উপজেলা হিসেবে অনুমোদন পেল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকারের সভায় এ প্রস্তাব অনুমোদন পায়।
সভা শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
এছাড়া রাজধানীর হাতিরঝিলকে ৫০তম থানা ও ফরিদুপরের বোয়ালমারি উপজেলার চাঁদপুর ইউনিয়নকে ফরিদপুরের সদর উপজেলায় অন্তর্ভুক্তের প্রস্তাবও অনুমোদন দিয়েছে নিকার। একই সাথে ভোলার চরফ্যাশন থানাকে ভাগ করে দোলারহাট নামে নতুন থানা স্থাপন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য নতুন ৪৩টি পদ সৃজনের প্রস্তাবও নিকারের সভায় অনুমোদন পেয়েছে।
বিডিপ্রতিদিন/ ২০ নভেম্বর, ২০১৭/ ই জাহান