আগামী জানুয়ারি থেকে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য প্রতিরক্ষা বাহিনীর মুক্তিযোদ্ধাদের বিশেষ ভাতা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০১৭ উপলক্ষে আয়োজিত বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকার এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর নির্বাচিত সদস্যদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
এর মধ্যে সেনাবাহিনীর ১০ জন, নৌবাহিনীর একজন এবং বিমান বাহিনীর একজন সদস্যকে ২০১৬-১৭ সালের শান্তিকালীন পদক দেয়া হয়। এছাড়া সেনাবাহিনীর ১০ জন, নৌবাহিনীর দুজন এবং বিমান বাহিনীর দুজন সদস্যকে ২০১৬-১৭ সালের অসামান্য সেবা পদকে ভূষিত করা হয়।
বিডি প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৭/ফারজানা