বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৪৪ শিক্ষককে এমপিও প্রদানে নির্দেশনা দিয়ে বুধবার রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাস সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিষয়টি নিয়ে জারি করা রুল নিস্পত্তি করে এ রায় দেন।
রিটকারী পক্ষের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৪৪ জন শিক্ষক তাদের সকল শর্তাদী পূরণ থাকা সত্ত্বেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ভাতাদীর সরকারী অংশ পাচ্ছেন না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করেও কোন ফল পাওয়া যায়নি তারা।
চুয়াডাঙ্গার শিক্ষক বেলাল হোসাইন,শাহনাজ পারভীন, এস এম জাকির, কুড়িগ্রামের আলাউদ্দিনসহ ৪৪ জন আবেদনকারী এক হয়ে তাদেরকে এমপিও প্রদানের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেন।
গত ২ মে প্রাথমিক শুনানি নিয়ে আবেদনকারী ৪৪ শিক্ষককে এমপিও প্রদান প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। বুধবার রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় দেয় সর্বোচ্চ আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল আল আমীন সরকার।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৭/এনায়েত করিম