দেশের নদী অববাহিকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে করে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ বৃহ্স্পতিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৯ মিনিটে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড হয়েছে সিলেট ও খুলনার মংলায় ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদেকে, আজ সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে রাজশাহী ও রাজশাহীর বদলগাছিতে (১২.০০ ডিগ্রি সেলসিয়াস)।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৭/মাহবুব