খ্যাতিমান সঙ্গীতশিল্পী ও বিখ্যাত বংশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।
শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষ একজন জনপ্রিয় বাংলা লোকসঙ্গীত শিল্পীকে হারালো। যতদিন লোকসঙ্গীত থাকবে, ততদিন বারী সিদ্দিকী বেঁচে থাকবেন।
অসংখ্য শ্রোতানন্দিত গানের এই গায়কের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানান তিনি।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৭/এনায়েত করিম