সারা দেশের সরকারি কলেজের বিসিএস শিক্ষকেরা কর্মবিরতি শুরু করছেন। জাতীয়করণ করা বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডার মর্যাদা না দেওয়ার দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তারা।
আজ রবিবার সকাল থেকে ‘নো বিসিএস, নো ক্যাডার’ দাবিতে শুরু হওয়া এই কর্মবিরতি আগামীকাল সোমবার শেষ হবে বলে জানা গেছে। এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারণে সরকারি কলেজের রবিবার ও সোমবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিসিএস শিক্ষকেরা বলছেন, তাদের দাবি মানা না হলে আগামী বছরের জানুয়ারি মাসে তারা আবারও কর্মবিরতির মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
বর্তমানে বিসিএস শিক্ষকের সংখ্যা ১৫ হাজারের বেশি। শিক্ষকদের কর্মবিরতির কারণে সরকারি কলেজগুলোয় শিক্ষাসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ আছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর