আলোচিত পিলখানার বিডিআর বিদ্রোহ মামলার পূর্ণাঙ্গ রায় দিতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রবিবার হাইকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
এই মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন এবং আসামিপক্ষের খালাস চেয়ে করা হাইকোর্টে আপিলে রায় পড়া রবিবার ১০টা ৫৫ মিনিটে শুরু হয়।
হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির বিশেষ বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। রায় পড়া শুরুর প্রায় আড়াই ঘণ্টা পর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী বলেন, রায়ে এক হাজার পৃষ্ঠার পর্যবেক্ষণ রয়েছে।
বিচারপতি মো. শওকত হোসেন বলেছেন, ‘রায় পড়া কখন শেষ হবে, তা বলা যাচ্ছে না। একটা কথা বলতে পারি, সর্বসম্মত রায় হচ্ছে।’
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যা যেমন একটি জঘন্য ঘটনা ছিলো তেমনি এ মামলার রায়ও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়ে ক’জন আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে, ক’জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকবে, ক’জনের সাজা বহাল থাকবে, এবং কোন কোন আসামির দণ্ড খালাস হবে, বা মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন করা হবে, এই ব্যাপারে তিনজন বিচারপতি ঐক্যমত পৌঁছেছেন বলে জানতে পেরেছি। তবে রায় সম্পর্কে তাদের অভজারভেশন ভিন্ন ভিন্ন হতে পারে।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৭/মাহবুব