ঢাকার নাজিম উদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে সাধারণ বন্দী হিসেবেই আছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শুক্রবার দুপুরে তার জন্য ফল নিয়ে এসেছিলেন দুই নারী। কিন্তু খালেদার কাছে ফলগুলো পৌঁছাতে পারেননি। কারা কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে পরে ফিরে গেছেন সেই দুই নারী।
বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পর বৃহস্পতিবার বিকাল থেকেই নতুন ঠিকানায় দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাখা হয়েছে কারাগারের সিনিয়র জেল সুপারের অফিস কক্ষে।
জেল কোড অনুসারে ভিআইপি বন্দী রাখার জন্য ‘ডে কেয়ার’ সেন্টারের দ্বিতীয় তলার সিঁড়ির ডান পাশের দুটি কক্ষে লাগানো হয় নতুন টাইলস, সিলিং ফ্যান, হাইকমোড। গ ত দুই দিন আগে লাগানো হয় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র।
খালেদার চিকিৎসার জন্য সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকবেন। খালেদা জিয়ার খাবারও পরীক্ষা করবেন তিনি। তাকে একটি পুরনো ফ্রিজ দেওয়া হয়েছে ও পাশের রুমে গ্যাসের চুলায় রান্নার ব্যবস্থা করা হয়েছে। কারাগারে শুধু বিটিভি দেখার সুযোগ পাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পড়ার জন্য তাকে তিনটি পত্রিকা দেয়া হবে।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা