বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মুকাররাম থেকে মিছিলটি বায়তুল মুকাররামের উত্তর গেট থেকে শুরু হয়ে দৈনিক বাংলা ও ফকিরাপুল হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলের সামনে পেছনে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের দেখা গেছে।
মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে স্লোগান দিলে অফিসের উপর থেকে রিজভীসহ অন্য নেতারা হাত নেড়ে স্বাগত জানান।
পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলে বিএনপি মহাসচিব ছাড়াও দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ অন্য নেতারা অংশ নেন। অন্যান্যদের মধ্যে আরও ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার প্রমুখ।
এর আগে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড দেওয়ার পর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব