দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পরিবারের চার সদস্য।
শুক্রবার বিকালে একটি গাড়িযোগে বিএনপি প্রধানের ওই ৪ স্বজন ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ফটকে আসেন। পরে তারা অনুমতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য কারাগারে প্রবেশ করেন।
ওই ৪ স্বজন হলেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, তার ছেলে, সাইদ ইস্কান্দারের স্ত্রী এবং খালেদা জিয়ার মামী।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব