প্রশ্ন ফাঁস ঠেকাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নির্দেশনায় ৩০ মিনিটের বেশি সময় বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট।
রবিবার এসএসসির আইসিটি বিষয়ক পরীক্ষা শুরুর সময় মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নিশ্চিত করেছে বিভিন্ন মোবাইল অপারেটর ও বিটিআরসি সূত্রগুলো।
নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির একজন কর্মকর্তা জানান, রবিবার পরীক্ষা শুরুর আগে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখতে মোবাইল অপারেটরগুলোকে নির্দেশ দেয়া হয়েছিল।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন