রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা পরিদর্শন করেছেন। রবিবার বিকাল ৫টার দিকে তারা কার্যালয়ে যান। এসময় সেখানে বেশ কয়েকদিন ধরে অবস্থান নেওয়া বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সাথে তারা বৈঠক করেন।
প্রায় ২০ মিনিটের এ বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের পর দলের শান্তিপূর্ণ কর্মসূচিসহ চলমান রাজনীতি সম্পর্কে দুই কর্মকর্তাকে অবহিত করেন।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন কার্যালয়ে থাকা বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ। এদের মধ্যে একজন হলেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যাডভাইজার বিল মরেন।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত