গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, স্বল্প ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গত ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ২০৯টি ফ্ল্যাট নির্মাণ করেছে। নতুন করে আরো ৬ হাজার ৫৯২ ফ্ল্যাট নির্মাণের জন্য ১৭টি প্রকল্প চলমান আছে।
সংসদের শীতকালীন অধিবেশনে গতকালের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মো. সোহরাব উদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মো. আব্দুল্লাহর অপর প্রশ্নের জবাবে গণপূর্ত মন্ত্রী জানান, বন্দর নগরীর অধিবাসীদের মাঝে প্লট বরাদ্দের জন্য ২ হাজার ৮৩২ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার টাকার প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। অনন্যা আবাসিক এলাকার উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক এ প্রকল্পের জন্য বর্তমানে ভূমি অধিগ্রহণের কাজ চলছে।
রাজধানীর অবৈধ ভবনের তালিকা হচ্ছে :
মহিলা এমপি উম্মে রাজিয়া কাজলের লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, রাজধানীতে বিল্ডিং কোড অমান্য করে যে সমস্ত বিল্ডিং নির্মাণ করা হয়েছে তার সংখ্যা ও তালিকা নির্ধারণ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডিপ্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান