রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতার ১৪ মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ জামিন মঞ্জুর করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
পরে মো. বশির উল্লাহ জানান, ২০১৫ সালে নাশকতার অভিযোগে রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানাসহ বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়। মামলায় মঙ্গলবার তাকে হাইকোর্ট চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।
এ জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম