আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলাকারীরা প্রশিক্ষিত, বিএনপি তাদের পেছনে ইন্ধন দিয়েছে। এ কারণে পুলিশ ব্যবস্থা নেয়ার আগেই তারা (বিএনপি) ঠেলাঠেলি করে মানববন্ধন ও অস্ত্র প্রদর্শন করছে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ড. জাফর ইকবালের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে চেতনা’৭১ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এসময় হাছান মাহমুদ আরো বলেন, আমরা অতীতে দেখেছি মুক্তমনা ও মুক্তচিন্তার লেখকদের উপর হামলা হয়েছে। আর আইন-শৃঙ্খলাবাহিনী যখন ব্যবস্থা নিতে গেছে তখন হামলাকারীদের আড়াল করতে বিএনপি উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে।
তিনি বলেন, বিদেশিদের সঙ্গে মিটিং করে কোনো লাভ হবে না। দেশের জনগণের কাছে যান এবং নিজেদের ভুল স্বীকার করে আগামী নির্বাচনে আসুন, তাহলেই নিজেদেরকে শুধরাতে পারবেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, অধ্যাপক ফজলুল হক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
বিডি প্রতিদিন/৬ মার্চ ২০১৮/হিমেল