কোটা সংস্কার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অন্দোলনকারীরা।
'সরকারি চাকরিতে কোটা পদ্ধতি থাকছে না' বলে ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক ফেসবুকে এক স্ট্যাটাস দেন।
তারা প্রতিক্রিয়ায় বুধবার দুপুরে আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ঘোষণা দেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান।
অান্দোলনকারীরা জানায়, কোটা সংস্কারের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা অান্দোলন চালিয়ে যাবে।
কোটা সংস্কার অন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর বলেন, আমরা ছাত্রলীগ নেতাদের স্ট্যাটাস দেখেছি। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি কোন ঘোষণা না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এর আগে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত জানান।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/আরাফাত