বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
রোহিঙ্গাদের ফিরে যাওয়ার আহ্বান মিয়ানমার পুনর্বাসন মন্ত্রীর
কক্সবাজার প্রতিনিধি:
অনলাইন ভার্সন

মিয়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে মিয়ানমারের সমাজ কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মিয়াত আয়ে বলেছেন, মিয়ানমারের রাখাইনে আগের সেই পরিবেশ আর নেই। সেখানে রোহিঙ্গাদের ৩০টি ক্যাম্প নির্মাণ করা হয়েছে। ক্যাম্পে প্রত্যাবাসিত রোহিঙ্গাদের কিছু রাখার পর স্ব-স্ব বাড়ি-ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হবে।
আজ মিয়ানমারের এই মন্ত্রী কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ডি-৫ ব্লকের আইওএমর হাসপাতালে মিয়ানমার সামরিক জান্তা কর্তৃক নির্যাতিত ২২ জন পুরুষ ও ১২ জন নারীর সাথে সাক্ষাৎকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গারা যাতে সেখানকার অধিবাসীদের মতো চলাফেরা করতে পারে সে ব্যবস্থাও করা হবে। রোহিঙ্গারা জীবন-জীবিকার জন্য ব্যবসা-বাণিজ্য করতে পারবে। তাদের ছেলে-মেয়েদের পড়া-লেখার জন্য স্কুল, মাদ্রাসা, কলেজ নির্মাণ করে দেওয়া হবে। তবে প্রত্যাবাসনের আওতায় ফিরে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে এনভিসি কার্ড সংগ্রহ করতে হবে। পরে তাদের নাগরিকত্ব সনদসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
সাক্ষাৎকালে উপস্থিত রোহিঙ্গাদের মধ্যে বুচিডংয়ের নুরুল আলম, মংডুর রফিক, ফয়েজ, রহিমুল্লাহ, জাহেদ, বুচিডংয়ের বুজুরুজ মিয়া মিয়ানমারের মন্ত্রীর উদ্দেশ্যে বেশ কয়েকটি যৌক্তিক দাবি উপস্থাপন করে বলেন, বর্তমানে আকিয়াবের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে যেসব রোহিঙ্গা মানবেতর জীবন-যাপন করছে তাদেরকে নাগরিক সনদ প্রদান করে স্ব-স্ব বাড়ি-ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হোক। তাহলে এখানকার রোহিঙ্গারা সিদ্ধান্ত নেবে তারা মিয়ানমারে ফিরবে কিনা। তারা আরো বলেন, মিয়ানমারের ফিরে আগে তাদেরকে নাগরিকত্ব সনদ প্রদান করে সেখানে নিরাপদ বসবাসের পরিবেশ তৈরি করতে হবে।
এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গারা বসবাস করছে তাদের পুর্ণাঙ্গ তালিকা তৈরি করে বাংলাদেশ সরকারকে দিতে হবে। সরকার ওই তালিকা মিয়ানমার সরকারকে প্রদান করলে তা যাছাই-বাছাইপূর্বক রোহিঙ্গাদের যথাযথ মর্যাদায় ফিরিয়ে নেওয়া হবে।
এর আগে মিয়ানমারের সমাজ কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পে পৌঁছলে সেখানে অপেক্ষমাণ কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম মন্ত্রীকে স্বাগত জানান। পরে ক্যাম্প ইনচার্জের সম্মেলন কক্ষে উভয়পক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি তুলে যত দ্রুত সম্ভব প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার আহবান জানান মো. আবুল কালাম।
এসময় সাথে ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী, সহকারি পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাউ মার্মাসহ সরকারি-বেসরকারি ও এনজিও সংস্থার লোকজন।
মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে এই প্রথম দেখতে এলেন মিয়ানমারের কোন উচ্চ পদস্থ মন্ত্রী।
এই বিভাগের আরও খবর