বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটকে সঠিকভাবে পরিচালনার জন্য আইনি কাঠামো প্রদানের লক্ষ্যে নতুন আকারে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আইন ১৮ বিল সংসদে উত্থাপিত হয়েছে।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের ২০তম অধিবেশনে আজ বিলটি উত্থাপন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সাংবাদিকতা বিষয়ে পেশাগত প্রশিক্ষণ, সার্টিফিকেট, ডিপ্লোমা ও ডিগ্রি কোর্স পরিচালনা, গবেষণা ও প্রকাশনা, সম্মাননা প্রদানসহ সাংবাদিকতা পেশার উন্নয়নে একটি যুগোপযোগী ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও আধুনিকায়নের জন্য বিলটি উত্থাপিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার