বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনের (৮৫) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার মির্জা ফখরুলকে ফোন করে এ শোক প্রকাশ করেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন। তিনি ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন।
এদিকে মির্জা ফখরুলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মীর্জা আব্বাস , গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মোহাম্মদসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৮/এনায়েত করিম