জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান বলেছেন, 'কোটা বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন যথাসময়েই হবে।' এ বিষয়ে মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে নিজ দফতরে আলাপকালে এসব কথা জানান জনপ্রশাসন সচিব।
সব চাকরির ক্ষেত্রেই কোটা বাতিল হবে কি না জানতে চাইলে সচিব বলেন, সুস্পষ্ট নির্দেশনা পেলেই এই বিষয়ে বলা যাবে।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৮/ফারজানা