ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীদের তৎপরতায় প্রাণে রক্ষা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শুক্রবার দুপুরে পহেলা বৈশাখের কর্মসূচির নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, উপাচার্যের বাসভবনে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এছাড়া কোটা সংস্কার আন্দোলনের পুরো ঘটনায় ছাত্রলীগের কোনো সাংগঠনিক ব্যর্থতা নেই বলেও দাবি করেন তিনি।
এসময় ছাত্রলীগ সভাপতি আরও বলেন, তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবেলা করতেই সুফিয়া কামাল হলের সভাপতি ইফফাত জাহান এশাকে বহিষ্কার করা হয়। তবে তদন্তে এশা নির্দোষ প্রমাণিত হওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে কোটা সংস্কারের জন্য আন্দোলনকারীদের ওপর নির্যাতনের অভিযোগে এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। একই সঙ্গে তাকে হল থেকেও বহিষ্কার করা হয়।
বিডিপ্রতিদিন/ ই-জাহান