থাইল্যান্ডে রফতানি বৃদ্ধি করতে ‘ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট‘ (এফটিএ) স্বাক্ষর করা হচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ বিষয়ে উভয় দেশ কাজ করছে।
সোমবার ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকাস্থ রয়েল থাই অ্যাম্বাসি আয়োজিত ৪ দিনব্যাপী ‘থাইল্যান্ড উইক-২০১৮’ শীর্ষক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
‘প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হলে বাংলাদেশ এবং থাইল্যান্ড এফটিএ স্বাক্ষর করবে’ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ মুহূর্তে থাইল্যান্ড বাংলাদেশকে ৬ হাজার ৯৯৮টি পণ্য রফতানিতে ডিউটি ফ্রি সুবিধা প্রদান করছে। উভয় দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার। ইতোমধ্যে পাটজাত পণ্য এবং তৈরি পোশাক রফতানিতে ডিউটি ফ্রি অথবা ন্যুনতম ডিউিটি সুবিধা চেয়েছে বাংলাদেশ।
যন্ত্রাংশ, ইন্ডাস্ট্রিয়াল পণ্য, হার্ডওয়্যার, ফলমূল, খাদ্যপণ্য, গৃহস্থালি পণ্য, গিফ্ট এন্ড ডেকোরেটিভ পণ্য, স্টেশনারি, শিশুদের ব্যবহার্য্য পণ্য, তৈরি পোশাক, জুয়েলারী এবং সৈন্দর্য্য বৃদ্ধির বিভিন্ন পণ্যসহ প্রায় ১৮ ক্যাটাগরির পণ্য বিক্রয় ও প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে মেলায়।
‘থাইল্যান্ড উইক-২০১৮’ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত চলবে এবং প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
মেলায় থাইল্যান্ডের ৪৫টি কোম্পানি এবং বাংলাদেশের ২৮টি আমদানিকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় স্টলের সংখ্যা ৭৯টি।
ঢাকাস্থ রয়েল থাই অ্যাম্বাসেডর মিস পানপিমোন সোয়ানাপঙ্গস-এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাস্থ থাই অ্যাম্বাসির মিনিস্টার কাউন্সিলর (কমার্সিয়াল) বক্তব্য রাখেন। পরে বাণিজ্যমন্ত্রী মেলা ঘুরে দেখেন।
বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৮/এনায়েত করিম