নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়েনে অর্থমন্ত্রীর প্রস্তাবে বেশকিছু ইতিবাচক উদ্যোগের পাশাপাশি বড় চ্যালেঞ্জ রয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ (বিসিআই)। চ্যালেঞ্জ মোকাবেলায় সুনির্দিষ্ট সংস্কার কর্মসূচি প্রয়োজন রয়েছে বলে মনে করে সংগঠনটি।
সংগঠনটি জানিয়েছে, প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষার আওতা ও ভাতা বৃদ্ধি, পরিবহন ও যোগাযোগ, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তবে সামনে বেশকিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে ব্যাংকিং খাতের সমস্যা, বিনিয়োগের স্থবিরতা, কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি, চলতি হিসাবে ঘাটতি। এসব বড় বড় চ্যালেঞ্জের জন্য সুনির্দিষ্ট সংস্কার কর্মসূচি প্রয়োজন রয়েছে।
সংগঠনটি জানিয়েছে, আমাদের রপ্তানি আয় ক্রমবর্ধিত হারে উন্নিত করার লক্ষ্যে রপ্তানি খাতের জন্য শুল্ক ও কর সুবিধা, আর্থিক সহায়তা ও বিভিন্ন রেয়াতি ব্যবস্থা প্রদানসহ সুনির্দিষ্ট রপ্তানি বাজেট প্রদানের জন্য বেসরকারি খাতের প্রস্তাব বাজেটে অন্তর্ভূক্ত করা হয়নি। আমরা বেসরকারি খাতের প্রস্তাবনা অনুযায়ী একটি রপ্তানি বাজেট প্রদানের জন্য পুনরায় অনুরোধ করছি।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৮/হিমেল