জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে আদালত অবমাননার মামলায় তার জামিন আবেদন খারিজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে হামিদুর রহমান আজাদের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সুবহান তরফদার ও মুজাহিদুল ইসলাম শাহীন। প্রসিকিউটর ছিলেন জেয়াদ আল মালুম।
এর আগে আজ বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালে জামায়াতের এ নেতা আত্মসমর্পণ করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি বিচারাধীন বিষয়ে বক্তব্য করায় জামায়াত নেতা রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ ও মো. সেলিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
ওই বছরের ২১ ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়। ২০১৩ সালের ২০ জুন হামিদুর রহমান আজাদকে তিন মাসের কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করা হয়। দীর্ঘ দিন পর তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে কারাগারে পাঠান।
বিডি-প্রতিদিন/ ই-জাহান