দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি পরায়নদের শাস্তি নিশ্চিত করতে হলে অনুসন্ধানকারী কর্মকর্তাদের পাশাপাশি তদারককারী কর্মকর্তারাও তাদের দক্ষতা, অভিজ্ঞতা সর্বোপরি কর্মস্পৃহা দিয়ে সঠিকভাবে মামলার তদারকি সম্পন্ন করবেন। তাহলে তদন্তের গুণগতমানের ইতিবাচক পরিবর্তন আসবেই। অভিযোগের অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রমের মানদণ্ডে কমিশনকে বিশ্বমানে পৌঁছাতে হবে।
আজ রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান একথা বলেন।
কমিশনের প্রতিটি অনুসন্ধান বা তদন্ত আইন অনুসারে নির্ধারিত সময়ে সম্পন্ন করতে অনুরোধ জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, তদারক কর্মকর্তাদের দায়িত্ব শুধু অধীন কর্মকর্তাকে নিয়ন্ত্রণ নয়, তাদের মূল দায়িত্ব অধীন কর্মকর্তাদের দৈনন্দিন প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যমান বিধি বিধানের আলোকে পরামর্শ দিয়ে অনুসন্ধান বা তদন্তের গুণগতমানের ইতিবাচক পরিবর্তন সাধন করা।
বিডি প্রতিদিন/এ মজুমদার