বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন বর্তমান সরকারের আমলে দেশের মানুষের ন্যূনতম অধিকার নেই। গার্মেন্টস মালিকরা ফুলে ফেপে বড় হয়েছে, আর শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে রাজপথে। সকল পেশার মানুষ আজ অতিষ্ঠ।
মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অবস্থায় দেশবাসীর কাছে আমাদের আহ্বান- আসুন আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র, জনগণের শাসন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার গঠনের জন্য লড়াই করি।
গতকাল ওবায়দুল কাদেরের সঙ্গে তার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন- বিএনপি চাইলে আলোচনা করতে রাজি; ভালো, আলহামদুলিল্লাহ, আমরা তো বহুবার বলেছি। আমরা বলেছি, জনগণের কিছু দাবি-দাওয়া আছে আমরা তা নিয়ে আলোচনা করতে চাই। আওয়ামী লীগ যদি আলোচনা করতে আগ্রহী হয় তাহলে আমি মনে করি এটা একটা ভালো লক্ষণ। তবে যিনি একথা বলেছেন তিনি কতক্ষণ একথার ওপর স্থির থাকতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
তিনি বলেন, আমরা চাইবো, বেগম জিয়াকে মুক্তি দিন। কারণ তাকে ছাড়া আলোচনা ও নির্বাচন- কোনোটাই অর্থবহ হবে না। আর আমরা বলিনি যে, বেগম জিয়ার দণ্ড মওকুফ করে দিন। আমরা এটা আদালত ও আপনাদের (সরকার) কাছে চাইবোও না।
এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়াদুল ইসলাম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/২৭ জুলাই ২০১৮/হিমেল