রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আজ মঙ্গলবার সকাল থেকে ফার্মগেট এলাকা অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে শাহবাগ থেকে ফার্মগেট ও আশেপাশের সড়কে যান চলাচল চন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন জনসাধারণ।
গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান কলেজের দুই শিক্ষার্থী। আহত হয়েছেন আরও ১৪ জন। হতাহতের শিকার প্রত্যেকেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। এরা ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
বিডি প্রতিদিন ফারজানা