মিয়ানমারের মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মংডুর ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী। এদিকে, ১০ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল নে মিউ থো।
বৈঠক শেষে বিজিবির প্রেস সূত্রে জানানো হয়, দুই দেশের সৌজন্য বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া উভয় দেশের পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতা বৃদ্ধিতে উভয় দেশের অধিনায়কগণ মতাতম ব্যক্ত করেন। তবে অত্যন্ত আন্তরিক শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাত শেষ হয়েছে বলে জানায়।
২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, বাংলাদেশের পক্ষ থেকে ইয়াবাসহ সকল মাদকদ্রব্য পাচাররোধ, সীমান্তে বিভিন্ন সময়ে উত্তেজনা ও নিয়মিত বৈঠক এবং সৌজন্যমূলক সাক্ষাতের প্রস্তাব করা হয়।
এতে মিয়ানমারের পক্ষ থেকে দুই দেশের সীমান্তে উত্তেজনা, ইয়াবাসহ মাদক চোরাচালান, সন্ত্রাসী গ্রুপের অবস্থান ও কোনারপাড়া সীমান্তে বিভিন্ন এনজিও সংস্থার আনা-গোনা বিষয়ে তথ্য প্রধান এবং মিয়ানমারে মাদক চোরাচালান বিরোধী অভিযানে বিভিন্ন প্রকার মাদকসহ ১৩৭ জনকে আটক করা হয়েছে বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম