আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় আজ (৫ আগস্ট) থেকে সারাদেশে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করেছে পুলিশ। এই সপ্তাহে ফিটনেসবিহীন গাড়ি থেকে শুরু করে লাইসেন্স ছাড়া গাড়িসহ যে কোনোভাবে আইন লঙ্ঘন হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই প্রেক্ষিতে আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপয়েন্ট বসিয়েছে তারা।
সড়কে যানবাহনের যেকোন আইন লঙ্ঘনে তৎপরতা দেখা গেছে। এমনকি লঙ্ঘন হলেই আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি চোখে পড়ছে মোটরসাইকেলের আইন লঙ্ঘন। বিশেষ করে চালকের হেলমেট থাকলেও সহযাত্রীদের হেলমেট ব্যবহার করতে দেখা যাচ্ছে না। যতগুলো জরিমানা বা ব্যবস্থা নেওয়া হচ্ছে তার মধ্যে শতকরা আশি ভাগই হচ্ছে মোটরসাইকেলের সহযাত্রীর হেলমেট না থাকার দরুন। তাই চেকপয়েন্টের আশেপাশে অন্যান্য গাড়ির তুলনায় মোটেরসাইকেলের ভিড়টাই বেশি পরিলক্ষিত হচ্ছে।
বিডি প্রতিদিন/৫ আগষ্ট ২০১৮/হিমেল