শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্ম আমাদের চোখ খুলে দিয়েছে। ছাত্রদের দাবিগুলো যৌক্তিক। আমি গাড়িতে ওঠার আগে লাইসেন্স রয়েছে কিনা তা সবসময় চেক করে উঠি। আজ সচিবালয়ে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন 'ইরাব' নেতৃবৃন্দের সাথে বৈঠককালে এসব কথা বলেন তিনি।
নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, ছাত্র-ছাত্রীদের আন্দোলন সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু হঠাৎ করে তাদের আন্দোলন চরম পর্যায়ে পৌঁছেছে। অন্য কেউ তাদের ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে ছাত্ররা বিরুপ কোন পরিস্থিতির সম্মুখীন হলে তারা দাবির জায়গা থেকে সরে যাবে।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার ছাত্রদের সব দাবি মেনে নিয়েছে। কিছু বাস্তবায়নও করেছে। বাকি কিছু দাবি বাস্তবায়ন করতে সময় লাগবে। শিক্ষার্থীর কাছে আহ্বান জানাই তারা যেন নিয়মিত ক্লাসে ফিরে যায়।
বিডি প্রতিদিন/৫ আগষ্ট ২০১৮/হিমেল