নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের বিবৃতিকে ‘অনভিপ্রেত ও অযাচিত’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একইসঙ্গে এই বিবৃতি প্রত্যাহার করারও অনুরোধ করেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে চলমান ঘটনা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, মার্কিন দূতাবাস যে বক্তব্য দিয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তাদের দাবি, শিশুদের আন্দোলনকে বর্বরোচিত হামলার মধ্য দিয়ে দমন করা হয়েছে। অথচ এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তিনি বলেন, তাদের এই বিবৃতির মধ্যে দিয়ে মার্কিন দূতাবাস বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে শিষ্টাচারবহির্ভূত নাক গলানোর অপপ্রয়াস করেছেন। আমরা এর নিন্দা করি।
মার্কিন দূতাবাসকে বিবৃতি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে মন্ত্রী আরও বলেন, আমি এ বিবৃতি প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের যে প্রধান তিনিও এ ধরনের একটি বিবৃতি দিয়েছেন। আমার কথা হচ্ছে এ দুটো বিবৃতিই নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের বিষয়ে সঠিক নয়।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৮/মাহবুব